E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শরীয়তপুরে বিএনপির সংবাদ সম্মেলন

২০১৪ সেপ্টেম্বর ১১ ১৫:৩১:৪১
শরীয়তপুরে বিএনপির সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামীলীগের সাথে আতাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি ও অংগসংগঠন। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এর বাসভবন শহরের ধানুকায় রানী মহলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জহির উদ্দিন তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরদার, শাহ আ: সালাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সদর উপজেলা সভাপতি সিরাজুল হক মোল্যা, ডামুড্যা উপজেলা বিএনপির সভাপতি ফজলূল করিম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়া প্রমুখ।


সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আ: জাব্বার খান, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন মুন্সী ও ছাত্রদলের আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ দীর্ঘ দিন যাবৎ দলীয় শৃংখলা ভঙ্গ করে সরকার দলীয় নেতাদের সাথে আতাত করে ২০ দলীয় জোটের কর্মসূচিতে বাধা প্রদান করে আসছে। তারা দলের দুসময়ে দলের সাথে বিভিন্ন আত্মঘাতি কর্মকান্ড করে আসছে। এজন্য তাদেরকে অনতি বিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

অপর দিকে অভিযুক্ত তিন নেতা আব্দুল জাব্বার খান, রুহুল আমিন মুন্সি ও জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আমরা বিএনপির মূল ধারার সাথে থেকে দলের কেন্দ্র নির্দেশিত সকল কর্মসূচি বাস্তবায় করে আসছি। জেলা বিএনপির সভাপতি ঢাকায় থেকে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা দল থেকে তার অপসারণ দাবি করছি।

(কেএনআই/এএস/সেপ্টেস্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test