E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

`সংখ্যালঘু বলে কোনো কথা থাকা উচিত নয়'

২০২১ অক্টোবর ১৫ ১৩:২৫:৩৬
`সংখ্যালঘু বলে কোনো কথা থাকা উচিত নয়'

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, সংখ্যালঘু বলে কোনো কথা থাকা উচিত নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের। এখানে ধর্মীয় উগ্রবাদ কোনো রাজনীতির অংশ হতে পারে না।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংখ্যালঘু বলে কোনো ধারণা নেই। এসময় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনেছি। বেশ ভালো কথা বলেছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। সংখ্যালঘু বলা উচিত নয়। রাষ্ট্র সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে সংখ্যালঘু, কে সংখ্যাগরিষ্ঠ, তা দেখা উচিত নয়।

এসময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

০৭ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test