E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের ভেতরেই শত্রু রয়েছে : মানববন্ধনে বক্তারা

২০২১ অক্টোবর ১৬ ১৭:৩০:৩৩
সরকারের ভেতরেই শত্রু রয়েছে : মানববন্ধনে বক্তারা

স্টাফ রিপোর্টার : সরকারের ভেতরেই তাদের শত্রু রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) নেতারা।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন। 'অসাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দাঁড়াও ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কর' শীর্ষক স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের মধ্যেই অসাধু চক্র রয়েছে, যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। প্রধানমন্ত্রী আপনি সতর্ক থাকুন। আপনার দলের মধ্যেই কিছু ভূত রয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কোনো দাঙ্গা-হাঙ্গামা কোনো সরকারকে কখনো রক্ষা করতে পারেনি। তাই দাঙ্গা সৃষ্টির সুযোগ দেবেন না।

বক্তারা আরও বলেন, কুমিল্লার ঘটনা সাজানো। প্রতিদিন মসজিদে আজান হয়, কোনো হিন্দু কথা বলে না। প্রতিদিন মন্দিরে ঢোল বাজে, কোনো মুসলিম কথা বলে না। অথচ হঠাৎ এমন কেন হবে!

সরকার দলের এমপি-মন্ত্রীদের উদ্দেশ করে বাংলাদেশ জাসদ নেতারা বলেন, আপনারা চোখে শুধু বিএনপিকে দেখেন। বিএনপির ভূতকে দেখেন। কিন্তু আসল ভূতকে দেখেন না।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য (এমপি) নাজমুল হক প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আবদুস সামাদ খোকন।

(ওএস/এসপি/অক্টোবর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test