E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২০ দলীয় জোটকে ভাঙার ষড়যন্ত্র চলছে’

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৪:১২:৫২
‘২০ দলীয় জোটকে ভাঙার ষড়যন্ত্র চলছে’

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটকে ভাঙার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারপরারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।

গয়েশ্বর চন্দ্র বলেন, নিকট অতীতে বিএনপি দেশের মানুষের আস্থা ভঙ্গ করেছে। জন আকাঙ্ক্ষা ভঙ্গ করেছে। দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে জনগণ আমাদের উপর আস্থা হারিয়েছে।

তিনি বলেন, এ সরকার বিনা ভোটে নির্বাচিত স্বঘোষিত সরকার। বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য ১/১১ এর ষড়যন্ত্র অব্যহত রয়েছে।

বর্হিবিশ্বকে সন্তুষ্ট করতে সরকার অতি শিগগিরই আরেকটি নির্বাচনে যাবে দাবি করে তিনি বলেন, সে নির্বাচনের প্রস্তুতি হিসেবে সরকার বিএনপির সম্ভাব্য প্রার্থীদের আবার জেলে দিবে।

তিনি আরো বলেন, মানুষ আশা করেছিলো ৫ জানুয়ারি নির্বাচন হবে না, কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনকে আমরা প্রতিহত করতে পারিনি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test