E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে আ’লীগ অফিস ভাংচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৭:২২:৩১
গোয়ালন্দে আ’লীগ অফিস ভাংচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষুব্ধ জনতা দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতা সুলতান নূর ইসলাম মুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালন্দের চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ রবিবার গোয়ালন্দবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৌলতদিয়াঘাট টার্মিনাল এলাকার মহাসড়কে সকাল ১১টা থেকে আধা ঘন্টার এই মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রিপনের বাবা গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভভাপতি মোহন মোন্ডল, চাচা মো. মুসা মন্ডল, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু প্রমূখ।

এসময় নিহতের স্বজনসহ এলাকার কয়েক শ বিক্ষুব্ধ নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একদল বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে তারা দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় যায়। সেখানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে তারা বঙ্গবন্ধুর ছবিসহ অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ দুপুরে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নূর ইসলাম মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ওসি মো. আব্দুল খালেক বলেন, ‘রিপন হত্যামামলার এজাহারভুক্ত পাঁচ আসামীর মধ্যে দুই জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীরা পলাতক থাকায় তাদের দ্রুত গ্রেপ্তারে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত আছে।’

উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ-ইস্ট ইউনিভার্সিটির এলএলবির শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন। গত ৭ সেপ্টেম্বর ভোররাতে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে দুর্বৃত্তের গুলিতে রিপন ঘটনাস্থলেই নিহত হন। এসময় রিপনের বন্ধু ফরিদ শেখ গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় নিহত রিপনের আপন মামা মো. খলিল মন্ডল বাদী হয়ে ৫ জনকে আসামী করে ৩২৬, ৩০২ ও ৩৪ ধারায় গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন এলাকার হোসেন পত্তনদারের ছেলে জামাল পত্তনদার (৩২), মৃত সিদ্দিক শেখের ছেলে মো. ইয়াছিন (৩০), পিতা অজ্ঞাত মো. শহিদ (৩০), মমিন দালারের ছেলে সুমন শেখ (২৭) ও কুষ্টিয়া সদর থানা এলাকার পিতা অজ্ঞাত মো. হারুন (৩২)। এর মধ্যে শহিদ ও সুমন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে।


(জিসিপি/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test