E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে : খাদ্যমন্ত্রী

২০২১ নভেম্বর ০৭ ১৮:৪৯:১৪
বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে গণতন্ত্রকে হত্যা করেছে। তাদেরকেই আগে গণতন্ত্র হত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। তারা নিজেরাই গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে সাহস পায় না। নির্বাচনে অংশ গ্রহন করে দেখুন কয়টা লোক খুজে পান। 

রবিবার বেলা ১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করতে হবে। নৌকার কোন বিকল্প নাই। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন তাহলে আপনারা দলীয় নেতাকর্মীরা তার উচিৎ শিক্ষা দিবেন দলীয় অবস্থান থেকে।

খাদ্যমন্ত্রী বলেন, নৌকা প্রতীক দেয়ার ক্ষমতা আমার নেই। একমাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাই দিতে পারেন। আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি। তাঁর আদর্শকে লালন করি। তাই দলীয় শৃংখলা যাতে নষ্ট না হয় সবাইকে সেদিকে দৃষ্টি দিতে হবে। যে সমস্ত ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়নি সেগুলোকে নবেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। কমিটি সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা সম্মেলন করা সম্ভব না।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ঈশ্বর চন্দ্র বর্মন, সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান তোতা হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোকসেদ আলী, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, বাহাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ন কবির প্রমুখ।

এছাড়া সভায় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁসহ সারাদেশে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ ২০২১-২২ এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, খাদ্য মন্ত্রনালয়ের সচীব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। নওগাঁ খাদ্য গুদাম মিলনায়তনে সভাপতিত্ব করেন, ডিডিএলজি উত্তম কুমার রায়।

উপস্থিত ছিলেন, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, সম্পাদক ফরহাদ হোসেন চকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, জেলা ধান্য চাউল আড়ৎদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি, জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন, ওসিএলএসডি মাসুদ রানা, কৃষক ও সাংবাদিকবৃন্দ।

(বিএস/এসপি/নভেম্বর ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test