E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিজভীর শীতবস্ত্র বিতরণ

২০২১ নভেম্বর ২৪ ০০:৫৮:৫১
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিজভীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর মোহাম্মদপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান স্বপনের বাসভবনে পাঁচ শতাধিক দরিদ্রের মাঝে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন।

শীতবস্ত্র বিতরণের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান স্বপন, ছাত্রদলের সাবেক নেতা আলমগীর হাসান, রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test