E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাঈদীর রায়

জামায়াত নীরব কেন?

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১৯:১৭:০০
জামায়াত নীরব কেন?

স্টাফ রিপোর্টার : আগামীকাল বুধবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে।আপিল বিভাগের বুধবারের কার্যতালিকায় মামলাটি এক নম্বরে রয়েছে।

আপিলের শুনানি শেষ হওয়ার পরও প্রায় পাঁচ মাস ধরে রায়টি ঝুলে ছিল।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাঈদীর রায়ের দিন এবং রায়ের পর দিন লাগাতার হরতাল দিলেও এবার চূড়ান্ত রায়ের দিন জামায়াত একেবারে চুপ মেরে গেছে।

ট্রাইব্যুনাল থেকে সাঈদীর রায় ঘোষণার পর পরই জামায়াত সারাদেশে পরিকল্পিতভাবে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল। চাঁদে সাঈদীকে দেখা গেছে-এমন সব অপপ্রচার থেকে শুরু করে সারাদেশে সাঈদীকে নিয়ে ব্যাপক রক্তারক্তি হয়ে গেছে। ঐ ঘটনায় দেড়শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল।

আজ দুপুরে আপিলের রায়ের দিনক্ষণ ঘোষণা করার পর কয়েক ঘণ্টা কেটে গেলেও সন্ধ্যা রাত পর্যন্ত জামায়াত কোনো ধরেণের কর্মসূচি ঘোষণা করেনি। এমনকি একটি বিক্ষোভও নয়। এ নিয়ে সারাদেশেরই কানা ঘুষা শুরু হয়ে গেছে। বলাবলি হচ্ছে তাহলে জামায়াতের কি সেই দাপট আর নেই। রাজনৈতিক অঙ্গনে জামায়াত কি তাহলে নিঃশেষ হতে চললো।

মঙ্গলবার দুপুরে সাঈদীর রায় হবে বলে খবর প্রকাশিত হলেও সন্ধ্যার পরও জামায়াতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি দলটির পক্ষ থেকে সাধারণভাবে কোনো বিবৃতিও দেয়া হয়নি। দলটির প্রচার বিভাগের ফোনলাইনও বন্ধ পাওয়া যাচ্ছে।জামায়াতের নেতাদের সঙ্গে কথাবলারও কোনো সুযোগ নেই।কেননা তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের দমন-পীড়নের ভয়ে জামায়াতের নেতাকর্মীরা এখন সারাদেশে কোণঠাসা। এর ফলে সাঈদীর মতো একজন বড় মাপের নেতার রায় দেয়ার খবর শোনার পর কেউ মাঠে নামতে চাচ্ছে না। হরতাল অবরোধ তো দূরের কথা।

মধ্যম শ্রেণির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াত দল হিসাবে নিজেই চাপে রয়েছে। ফলে মানবতাবিরোধী অপরাধে আটক নেতাদের নিয়ে জামায়াতের মধ্যে কোনো মাথাব্যথা নেই। ঢাকার বাইরে কিছু এলাকায় জামায়াতের অবস্থা ভাল থাকলেও সরকারের তৎপরতার কারণে সেসব এলাকায়ও কোণঠাসা জামায়াতের নেতাকর্মীরা। সব মিলিয়ে জামায়াত এই মুহূর্তে কোনো ধরণের কর্মসূচি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।

এদিকে বিএনপির সঙ্গেও জামায়াতের সম্পর্ক খারাপ যাচ্ছে বেশ কিছু দিন হলো। এ কারণে নিজেদের কর্মসূচিতেও জামায়াত আগের মতো জোর পাচ্ছে না। ফলে সাঈদীর রায় নিয়ে আগের মতো প্রতিক্রিয়া দেখাতে পারছে না।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test