E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে সরকারি স্কুলের জায়গা দখল করে আ’লীগের অফিস নির্মাণ

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৭:৪২:০২
কালীগঞ্জে সরকারি স্কুলের জায়গা দখল করে আ’লীগের অফিস নির্মাণ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসুদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে জোরপূর্বক আওয়ামী লীগের অফিস নির্মাণের বিষয়টি প্রমাণিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা সহকারি ভূমি অফিসের আমিন দিয়ে মাপ জরিপের পর এটা প্রমাণিত হয়।

কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসুদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া বিলকিস জানান, গত ২৯ আগষ্ট ভোরে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক ও সাধারন সম্পাদক নিরঞ্জন পালের নেতৃত্বে তাদের প্রতিষ্ঠানের সামনের অংশের জায়গা দখল করে বাঁশের বেড়া ও খড় দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস নির্মাণ করা হয়। পরে তারা ঘরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, সাংসদ এসএম জগলুল হায়দার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের ছবি টানিয়ে দেয়। এর পরপরই ইট, বালি ও সিমেন্ট দিয়ে পাকা ধর নির্মাণের কাজ শুরু করলে পুলিশের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

ওই দিন সকাল ১১ টায় থানার গোলঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখের উপস্থিতিতিতে মাপ জরিপে বিদ্যালয়ের জায়গায় দলীয় অফিস নির্মাণ হয়েছে এমন অভিযোগ প্রমাণিত হলে স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সে অনুযায়ি তিনি বিদ্যালয়ের ৪২ শতক জমি মাপ জরিপের জন্য উপজেলা ানর্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত সহকারি ভূমি কশিমনারের কাছে সরকারি আমিন (জরিপকারক) চেয়ে আবেদন করেন। সে অনুযায়ি বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত আমিন শফিকুল ইসলাম মাপ জরিপ করেন। মাপজরিপে আওয়ামী অফিস বিদ্যালয়ের জমিতে নির্মিত হয়েছে তা প্রমাণিত হয়।

এ ছাড়া সাড়ে তিন শতক জমি বিদ্যালয়ের ঘাটতি রয়েছে বলে জানান ওই আমিন। মাপ জরিপকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক নিরঞ্চন কুমার পাল, আওয়ামী লীগ নেতা সুভাষ ঘোষ, এ বিদ্যালয়ের সাবে প্রধান শিক্ষক মোহর আলী, জমি দাতা আনছার শেখসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কালীগঞ্জ সহকারি ভুমি কমিশনার অফিসের আমিন (জরিপকারক) শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ের ৪২ শতক জমির মধ্যে সাড়ে ৩৮ শতক জমি রয়েছে। বিদ্যালয়ের জমির মধ্যে আওয়ামী লীগ অফিস নির্মাণ করা হয়েছে মর্মে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া বিলকিসকে লিখিতভাবে অবহিত করেছেন।
কালীগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশিকুজ্জামান জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ছুটি থেকে এলে মাপ জরিপের বিষয়টি অবহিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জবরদখলকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।

এ ব্যাপারে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মুকুন্দ মধুসুদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় তাদের অফিস নির্মাণের বিষয়টি অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সাড়ে তিন শতক জমি অন্যের জমির মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তাদের অফিসের জায়গাটি বিদ্যালয়ের মধ্যে পড়েছে এটা এই মুহুর্তে বলা যাবে না। তাবে আগামিতে পার্শ্ববর্তী সকল জমির মালিকদের নিয়ে মাপ জরিপ হলে সে অনুযায়ি তারা চিন্তা ভাবনা করবেন।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test