E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাসিনা পালানোর সময় পাবে না : নোমান

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৪:৫৪:৫৯
হাসিনা পালানোর সময় পাবে না : নোমান

স্টাফ রিপোর্টার : আমাদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তাহলেই শেখ হাসিনা আর পালিয়ে যাওয়ার সময় পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলায়তনে বাংলাদেশ মফ:স্বল সাংবাদিক এসোসিয়েশন আয়োজিত সম্প্রচার নীতিমালা একনায়কতন্ত্র বিষয়ক গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকার অবৈধভাবে নির্বাচন দিয়ে সরকার গঠন করেছে। তারা গত ৫ বছর যে দুর্নীতি অপশাসন করছে দায় থেকে রক্ষা পেতে ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেন, সরকার সবদিক থেকে ব্যর্থ। সরকার ছাত্রলীগ, যুবলীগ মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার আজ জনবিছিন্ন হয়ে পড়ছে।
নোমান বলেন, এ সরকার দুর্বল সরকার।আওয়ামী লীগ বরাবরই জনগণের সাথে প্রতারণা করে আসছে, জনগণকে বিভ্রান্ত করছে। শেখ হাসিনা এর আগে ৯০ সালে আঁতাত করে নির্বাচন দিয়ে দুই বছরও টিকতে পারে নাই। এবারও তাই করেছে কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোহাম্মাদ সাখাওয়াত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test