E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইমরানের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল-শিবির ষড়যন্ত্রে লিপ্ত

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৫:৪১:৪৭
ইমরানের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল-শিবির ষড়যন্ত্রে লিপ্ত

স্টাফ রিপোর্টার : ছাত্রদল-ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী গণজাগরণ মঞ্চের হামলায় ইন্দন জুগিয়েছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের একাংশের নেতা ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।

তিনি বলেন, ‘ডা. ইমরান এইচ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল-ছাত্রশিবিরকর্মীরা গণজাগরণ মঞ্চের নেতৃত্বের নামে মঞ্চকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।’

গণজাগরণ মঞ্চের দুই গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাপ্পাদিত্য বসু।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আরিফ জেবতিককে ছাত্রদলের অস্ত্রধারী ক্যাডার এবং মঞ্চের আরেক নেতা ইব্রাহিম খলিলকে ছাত্রশিবিরের অন্যতম নেতা উল্লেখ করে বাপ্পাদিত্য বলেন, ‘এরা ছাড়াও ইমরানের নেতৃত্বে বেশ কিছু ছাত্রদল-ছাত্রশিবির ক্যাডার ছত্রছায়ায় অবস্থান করছে। আর তারা বসে বসে সব হামলার ইন্দন জোগায় এবং গণজাগরণ মঞ্চকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, ‘আরিফ জেবতিক গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর অস্ত্রধারী ক্যাডার ছিল। ইব্রাহিম খলিল ফেসবুকে সবাক পাখি নাম দিয়ে গণজাগরণ মঞ্চে অবস্থান করছে।’ এদের বিরুদ্ধে তার কাছে উপযুক্ত প্রমাণ আছে বলে দাবি করেন বাপ্পাদিত্য। তিনি বলেন, ‘এদের ধরলে বাকি যারা আছে তাদের নামও পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘আমরা গণজাগরণ মঞ্চকে সকল মত ও পথের ঊর্ধ্বে তুলে সকলকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। এ বিষয়ে উভয় গ্রুপের সঙ্গে অনেকবার কথা হয়েছে। কিন্তু ইমরানের একগুয়েমি ও স্বেচ্ছাচারিতার কারণে গণজাগরণ মঞ্চ আজ ধ্বংসের ধারপ্রান্তে। তার এক তরফা সিদ্ধান্ত ও অগণতান্ত্রিক পন্থায় মঞ্চকে পরিচালনার কারণে গণজাগরণ মঞ্চ থেকে অনেকেই বেরিয়ে চলে গেছেন।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজাহান সাজু, ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুর রহমান মিঠু, বাসদ ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানা জুয়েল প্রমুখ।

(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test