E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে বসেছে আ.লীগ

২০২২ জানুয়ারি ১৭ ১৬:৫৯:০৪
শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে বসেছে আ.লীগ

স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের সংলাপ শুরু হয়।

এর আগেই প্রতিনিধিদলের অন্য সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হন। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এদিকে সোমবার সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে গত ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে বেশকিছু দল সংলাপে অংশ নেয়। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ছয়টি রাজনৈতিক দল সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test