E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২৩ জামায়াত নেতা-কর্মী আটক

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৭:৫০:১২
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২৩ জামায়াত নেতা-কর্মী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২৩ জন জামায়াত নেতাকর্মী আটক হয়েছে। তাদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচজন, শ্যামনগর উপজেলার আট জন, কালীগঞ্জের চার জন, তালায় একজন, কলারোয়া-তিনজন ও দেবহাটার- দু’জন।

আটককৃত জামায়াত কর্মীরা হলেন, সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের এলাহী বক্সের ছেলে মাসুম বিল্লাহ, উমরাপড়া গ্রামের একব্বর আলীর ছেলে মুনসুর আলী, পদ্মশাখরা গ্রামের ওহেদ বক্সের ছেলে অসিউর রহমান, ওয়ারিয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে সামিউল্লাহ,গড়েরডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও পারকুখরালী গ্রামের যুথে কারিগরের ছেলে পৌরসভার ৫নং ওয়ার্ড মৎস্যজীবি দলের সাংগঠণিক সম্পাদক আব্দুল বারি, দেবহাটা উপজেলার নাংলা গ্রামের আব্দুল হামিদ, নওয়াপাড়া ইউপি সদস্য বাবলুর রহমান, কালীগঞ্জের রহিমপুর গ্রামের আবুল হাসান, রহিমপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে আকবর আলী, রঘুনাথপুর গ্রামের সানাউল্লাহ ছেলে আব্দুর রশিদ বিশ্বাস, ভদ্রখালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন ও মোজাম্মেল হোসেনের ছেলে আরিফুল ইসলাম। শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের হাজের উদ্দিনের ছেলে মোল্লা শহীদুল ইসলাম, ডুমুরিয়া এলাকার শহর আলীর ছেলে সিরাজুল ইসলাম, বুড়িগোয়ালীনি জামায়াতের সেক্রেটারী আবু বকর গাজী, কদমতলা গ্রামের সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলার দক্ষিন সোনাবাড়ীয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪৫) ও মানিকনগর গ্রামের মানিক সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোদাছেছর আলী জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জামায়াত কর্মীদের আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৪ )

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test