E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়া ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

২০১৪ সেপ্টেম্বর ২০ ১৯:১০:৩৮
কোটালীপাড়া ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অর্নিদৃষ্টকালের জন্য ছাত্র সংসদ নির্বাচন ও কলেজ বন্ধ ঘোষনা করেছে।

জানাগেছে, শনিবার ছিল কলেজ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। বিকেলে সাড়ে ৩ টায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম মন্নুসহ ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ স্বপন তালুকদারকে ভিপি পদে মনোনয়ন দিয়ে একটি প্যানেল জমা দিতে যায়। এ সময় মনোনয়ন বঞ্চিত ভিপি প্রার্থীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে তাদের উপর আক্রমণ চালায়।

পরবর্তীতে ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কোটালীপাড়া থানার এসআই ফরিদ ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম মন্নু, সাবেক ভিপি মেহেদী হাসান মুন, কলেজের পিয়ন বাকা মোল্যা, ছাত্রলীগ কর্মী কালাম শেখ, মানিক হাওলাদার, তরিকুল সরদার গুরুতর আহত হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেছেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী বলেছেন, নির্বাচন স্থাগিত ও কলেজ অর্নিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।

(এমএইচএম/এটিআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test