E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-জামায়াতের হরতাল একই সূত্রে গাঁথা: মায়া

২০১৪ সেপ্টেম্বর ২১ ১৬:৩০:৫২
বিএনপি-জামায়াতের হরতাল একই সূত্রে গাঁথা: মায়া

স্টাফ রিপোর্টার : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল একই সূত্রে গাঁথা। তাদের উদ্দেশ্য, যুদ্ধাপরাধী-রাজাকারদের রক্ষা করা।

রবিবার সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।

বিচারপতিদের অভিসংশনের বিলের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আগামীকালের হরতালের সমালোচনা করে মায়া বলেন, বিএনপি-জামায়াতের হরতাল একই সূত্রে গাঁথা। তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ হরতাল আহ্বান করেছে।

তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজকে জামায়াতের হরতাল বাংলাদেশে মানুষ প্রত্যাখ্যান করেছে। আগমাীকাল বিএনপি জোটের হরতালও জনগণ প্রত্যাখ্যান করবে।

মায়া বলেন, হরতালে যা ক্ষয় ক্ষতি হবে, হরতাল আহ্বানকারী দলকে তার দায়ভার নিতে হবে।

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক হাজী মো. সেলিম এমপি, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test