E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদের অপচয় করছেন’

২০১৪ সেপ্টেম্বর ২২ ১৭:৫৫:২৫
‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদের অপচয় করছেন’

স্টাফ রিপোর্টার : ১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদের অপচয় করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল শেষে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে নয়জন মন্ত্রী, আদের স্ত্রী, প্রধানমন্ত্রীর নিজের আত্মীয়-স্বজন এমনকি একজন ভুয়া মুক্তিযোদ্ধার সনদধারী সচিবও রয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এত বড় বহর নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার প্রয়োজন ছিল না। এ ধরনের সফর দিয়ে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় সম্পদের যথেচ্ছ ব্যবহার ও ক্ষমতার অপব্যহার করেছেন তা প্রমাণ হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test