E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ব্রাক্ষণবাড়িয়ায় খালেদা জিয়া, জনসভা চলছে

২০১৪ সেপ্টেম্বর ২৩ ১৬:১৫:৪৫
ব্রাক্ষণবাড়িয়ায় খালেদা জিয়া, জনসভা চলছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া। বিকেলে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

মঙ্গলবার দুপুর ৩টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে গুলশান-২ এর বাসভবন থেকে রওনা হন খালেদা জিয়া।

সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকাল ৪টার দিকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সন্ধ্যা ছয়টায় জনসভা শেষে স্থানীয় সার্কিট হাউজে বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।
ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় তীব্র যানজটে আটকা পড়ে খালেদার গাড়িবহর। তবে এর আগের বিভিন্ন জেলা সফরের সময় রাস্তার দুইপাশে নেতাকর্মী ও সমর্থকরা দাঁড়িয়ে থাকলেও এবার ঢাকা সিটিতে সেই চিত্র তেমন দেখা যায়নি।

অবশ্য যাত্রাবাড়ী এলাকায় সালাউদ্দিন আহমেদ (দৌড় সালাউদ্দিন) তার ছেলে তানভীর আহমেদ ও সাবেক কমিশনার নবীউল্লাহ নবীর সমর্থকরা ব্যানার নিয়ে যাত্রাবাড়ী, ডেমরা ও মাতুয়াইল এলাকার রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়।
অপরদিকে যাত্রাবাড়ীতে মির্জা আব্বাসের ছবি সম্বলিত কয়েকটি প্ল্যাকার্ড দেখা গেছে। সেই সঙ্গে যাত্রাবাড়ী ত্যাগ করার সময় বিএনপি নেতা আলহাজ্ব আকবর হোসন ভুইয়ার সমর্থকরা খালেদার গাড়িবহরে পানি ও টিস্যু সরবরাহ করে।

পরে খালেদা জিয়ার গাড়িবহরটি রূপগঞ্জে এলে দেখা যায় রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে সড়কের দু’পাশে তারেক জিয়া, খালেদাসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকে।

ঢাকা থেকে বের হওয়ার সময় তীব্র যানজটে আটকা পড়ে তার গাড়িবহর। পরে অবশ্য পুলিশের সহায়তায় উল্টো পথে খালেদার গাড়িবহর ঢাকা ত্যাগ করে।
এদিকে নারায়ণগঞ্জে দেখা গেছে, সেখানকার অনেক উচু ভবন থেকে হাজারও সাধারণ মানুষ খালেদাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন। খালেদার সঙ্গে তার গাড়িতে আছেন দলের ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান।

নয়াপল্টন থেকে তার গাড়িতে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সমাবেশ শুরু হয়েছে। বিকাল ২টা ২০ মিনিটে অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ জোটের নেতারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন। জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূণর্বহাল, বিচারপতিদের অভিসংশন ক্ষমতা বাতিল, জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ সারাদেশে হত্যা, গুম, খুন এবং নির্যাতন বন্ধের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test