E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজাকারের বংশধর সুবর্ণচর আ’লীগের সভাপতি হতে পারে না’

২০২২ মার্চ ২১ ১১:৫৪:০৪
‘রাজাকারের বংশধর সুবর্ণচর আ’লীগের সভাপতি হতে পারে না’

মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী -৪ ( সদর - সুবর্ণচর) আসনের এম,পি ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন ' সুবর্ণচরের জন্য একটা কালোহাত হলো খায়রুল আনম সেলিম, এই ভদ্রলোক একটা মানুষরূপী দানব। 'আমি এম পি না হলে বুঝতাম না সে ৪০ বছর চেয়ারম্যান শোষণ করেছেন হিন্দুদের কানি কানি জমি দখল করেছেন, আপনি এখন বহিষ্কার লীগের আহবায়ক  হয়েছেন।

রবিবার দুপুরে সুবর্ণচর উপজেলার ২নং চর বাটার গ্লোব বাজার হারুনুর রশিদ বেসরকারি উচ্চ বিদ্যালয়ের এক যুগপূর্তিও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলছেন একরামুল করিম চৌধুরী এম পি।

তিনি আরও বলেন, আমার চোখের সামনে আমার দল কে ছিন্নভিন্ন করে দিতে চায় তারা, ১ নং চর জববার এর সাবেক চেয়ারম্যান তরিক উল্যাহ থেকে ৫০ লক্ষ নিয়ে নৌকার নমিনেশন দিয়েছেন, এখন সেই জায়েজ করার জন্য রাজাকারের বংশধরকে সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বানাতে চান, আমি ও আমার ছাত্রলীগ যুবলীগ একটা রাজাকারের বংশধরকে এটা হতে দেব না। রাজাকারের কোন বংশধর আওয়ামীলীগের সভাপতি হতে পারে না ।

এম,পি আরও বলেন, আজকে নোয়াখালীর রাজনীতি যখন সারা বাংলাদেশের আদর্শের মডেল, যাকে সভাপতি বানানোর জন্য আমি ছয় কোটি টাকা খরচ করেছি সেই বেইমান ওবায়দুল কাদেরর তালে পড়ে আমাকে দল থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করেছে, আমি কিছু বলি নাই কোথাও ঢুকতে পারতেন না কারণ নানক ভাই মাধ্যমে নেত্রী চার বার ফোন করে চুপ থাকতে বলেছেন। টের পাবেন শেখ হাসিনার লাস্ট দাবার চালে।

স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে প্রধান শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র দাস এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ১ নং চর জববার ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এড. ওমর ফারুক, ২ নং চর বাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, ৩ নং চর ক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান এড. আবুল বাসার, চর জুবলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, প্রভাষক সফিকুল সাজু, কবি ও লেখক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবদূল আল মামুন জাবেদ, স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী, আভিবাবক, সাংবাদিক, সহ দলীয় নেতা-কর্মী।

(আইইউএস/এএস/মার্চ ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test