দেশে ফিরছেন তারেকস্ত্রী জোবায়দা রহমান
নিউজ ডেস্ক : লন্ডন থেকে আগামী মাসেই দেশে ফিরছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। দলের চেয়ারপারসন ও শাশুড়ি বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করাই তার মূল লক্ষ্য। তবে কোনো মামলায় খালেদা জিয়া দণ্ডিত কিংবা কারান্তরীণ হলে বিএনপির ঐক্য ধরে রাখতে তুরুপের তাস হিসেবে মেধাবী চিকিৎসক জোবায়দার রাজনীতিতে দ্রুত অভিষেক ঘটবে। সে ধরনের প্রস্তুতিই নিতে বলা হয়েছে তাকে।
দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে বলেছে, বিএনপিতে বিপর্যয়ের সৃষ্টি হলে হাল ধরতেই দেশে ফিরছেন ডা. জোবায়দা। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জোবায়দা রহমানের পিতৃকুলেরও আলাদা পরিচয় রয়েছে। সিলেটবাসীর কাছে সাবেক নৌবাহিনী প্রধান মরহুম মাহবুব আলী খানের ছোট মেয়ে জোবায়দা ও তার পরিবারের রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা। তা ছাড়া তারেক রহমান একের পর এক মামলায় জড়িয়ে পড়ায় তার আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত। সে কারণে জোবায়দা রহমানকেই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হতে পারে।
বেগম জিয়ার পুত্রবধূর এ আগমন দলের ভাবমূর্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী সিনিয়র নেতারা। আগামী জাতীয় নির্বাচনে ডা. জোবায়দার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও নিশ্চিত। সিলেট সদর অথবা ঢাকা-১৩ আসনে তিনি প্রার্থী হতে পারেন।
বিএনপির একজন প্রভাবশালী ভাইস চেয়ারম্যান বলেন, 'জোবায়দা রহমান রাজনৈতিক পরিবারের সদস্য। একই সঙ্গে তার যোগ্যতাও আছে। তিনি রাজনীতিতে আসতেই পারেন। আর দেশে ফেরার ক্ষেত্রে তার তো কোনো বাধা নেই। তবে রাজনীতিতে আসবেন কি, না আসবেন- সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একান্তভাবে তার পরিবারেরই।'
সূত্র জানায়, খালেদা জিয়া সম্প্রতি এ নিয়ে জোবায়দা রহমান ও তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। এরপরই ডা. জোবায়দার রাজনীতিতে আসার ব্যাপারে সিদ্ধান্ত হয়। দলের দুঃসময় ও রাজনৈতিক সংকটময় এ পরিস্থিতিতে অনেক চিন্তাভাবনা করে জোবায়দা রহমানের ক্লিন ইমেজকে কাজে লাগাতে চায় বিএনপি। ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকেই মূলত এ নিয়ে আলোচনা চলে। বেগম জিয়া তখনই এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর এখন আরও দৃঢ় অবস্থান তার। সে সময় জোবায়দা রহমান ও তারেক রহমান- দুজনের অনিচ্ছার কারণেই পরিকল্পনা ভেস্তে যায়।
সূত্রমতে, সক্রিয় রাজনীতিতে জোবায়দা রহমানের অংশগ্রহণের ব্যাপারে চেয়ারপারসন ছাড়াও আগ্রহী দলের অধিকাংশ সিনিয়র নেতা। তৃণমূল নেতা-কর্মীরাও যেন এক পায়ে দাঁড়িয়ে। তারেক রহমানের অনুপস্থিতিতে দেশে ফিরে জোবায়দা রহমান দলের জন্য ভূমিকা রাখবেন, তা-ই চান তারা। অত্যন্ত মেধাবী, ক্লিন ইমেজ ও স্বল্পভাষিণী এই চিকিৎসক দ্রুত দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য স্থান করে নিতে পারবেন বলে মনে করছেন নেতা-কর্মীসহ বিভিন্ন মহল।
তাদের মতে, জিয়া পরিবারের পাশাপাশি পিতৃকুলের পক্ষ থেকেও যথেষ্ট সুপরিচিতি রয়েছে তার। যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালনকালে সিলেট বিভাগে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তার বাবা মরহুম মাহবুব আলী খানের রয়েছে আলাদা ইমেজ। ফলে সিলেটের মানুষের মধ্যে জোবায়দা রহমানের নেতৃত্বের জন্য আগ্রহ বেশি। ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপটে তারেক রহমান, আরাফাত রহমান কোকো ও খালেদা জিয়া কারাগারে গেলে পরিবারের দেখভাল করতে গিয়ে তিনি আলোচনায় আসেন। চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডনে গেলে পরে জোবায়দা রহমানও সেখানে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে লন্ডনেই অবস্থান করছেন। এর মধ্যে তিনি এফসিপিএসসহ চিকিৎসা বিজ্ঞানে বেশ কয়েকটি উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'প্রতিকূল পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা সম্ভব না হওয়ায় স্বামীর অবর্তমানে দলের হাল ধরতে দেশে আসছেন জোবায়দা রহমান। চলমান রাজনৈতিক সংকটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বেশ নিঃসঙ্গতা অনুভব করছেন। এ অবস্থায় পরিবারের সদস্যদের জন্য তিনি রীতিমতো ব্যাকুল। বিশেষ করে নাতনি জায়মা রহমানের খুবই অভাববোধ করছেন তিনি।'
জোবায়দা রহমান কবে নাগাদ ফিরবেন, দিন-তারিখ চূড়ান্ত না হলেও তার দেশে ফেরার খবরে দলের তরুণ নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তার দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরে জনসমাগম করারও পরিকল্পনা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, 'যা রটে, তা কিছু না কিছু ঘটেই। ডা. জোবায়দা রহমানের দেশে আসতে কিংবা রাজনীতি করতে তো কোনো বাধা নেই। তা ছাড়া দেশের গোটা রাজনীতিতেই এখন একটা ক্রান্তিকাল চলছে। আর বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় যা যা করা দরকার, যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, তার সবই চেয়ারপারসনকে নিতে হবে। কাজেই জিয়া পরিবারের সদস্য ডা. জোবায়দা রাজনীতিতে পদার্পণ করবেন কি না, সে সিদ্ধান্তও চেয়ারপারসন ও তার পরিবারই নেবে।' জাতীয় সংসদে বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, 'জোবায়দা রহমান একজন চিকিৎসক। তার জীবনের ব্রতই হচ্ছে মানুষের সেবা করা। তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য। পরিবারের সিদ্ধান্তে তিনি রাজনীতিতে আসতেই পারেন। তা ছাড়া তারেক রহমানকে মানুষ যেমন শ্রদ্ধা করে, ভালোবাসে, ঠিক ততটুকুই জোবায়দা রহমানকেও মানুষ ভালোবাসে এবং শ্রদ্ধা করে।'
ফারুক আরও বলেন, 'জিয়াউর রহমান বেঁচে থাকতে বেগম খালেদা জিয়া রাজনীতিতে ছিলেন না। জিয়াউর রহমানের সঙ্গে সঙ্গেই থাকতেন। কিন্তু পরে তাকেও রাজনীতিতে আসতে হয়েছে। জোবায়দা রহমানও একটি বিশেষ রাজনৈতিক পরিবারের সদস্য। কাজেই পরিবেশ-পরিস্থিতিতে তার পরিবার যখন যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই তিনি কাজ করবেন। এতে অবাক হওয়ার তো কিছু নেই।'
(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৬, ২০১৪)
পাঠকের মতামত:
- শেখ হাসিনার ট্রেনে গুলি, কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র ১২ নেতা-কর্মী
- সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৪৭জনের নামে মামলা
- গভর্নর: কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি
- সাতক্ষীরার সাবেক সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানসহ ১৬ জনের নামে মামলা
- একযোগে ১৬৮ বিচারককে বদলি
- ‘ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার দেবে’
- ‘সোনালি ব্যাগ বহুল ব্যবহারের পদক্ষেপ নেওয়া হবে’
- গোপালগঞ্জে সোনাবাহিনীর মামলায় গ্রেফতার হাজতির মৃত্যু
- আমান আযমীর বক্তব্য নিয়ে যা বলল জামায়াত
- জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ
- সাতক্ষীরা সদর থানার সাবেক ওসি এমদাদসহ ২১ জনের নামে আদালতে মামলা
- খৎনার চেম্বারে স্বাস্থ্য বিভাগের হানা, জরিমানা ২০ হাজার
- ভাঙ্গায় ভিপি সম্পত্তি ফিরে পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
- ‘সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’
- বরিশালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- টাঙ্গাইলে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
- মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্ছিত করলেন যুবদল নেতা, ফেসবুকে ভিডিও ভাইরাল
- বরিশালে ক্লাবের আড়ালে মাদক বিক্রির প্রতিবাদে বিক্ষোভ
- ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল সভাপতি গ্রেপ্তার
- দলবাজ ছাত্র-শিক্ষকদের ক্যাম্পাসে দেখতে চাই না: ড. ইউনূসকে শিক্ষার্থীরা
- জামালপুরে বৈষম্যবিরোধীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মানববন্ধন
- ‘কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি’
- আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে
- বালিয়াকান্দিতে অর্থের চেক পেলেন ৭০ নারী কর্মী
- ফরিদপুরে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিসহ স্বাস্থ্য পরীক্ষা
- টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ১২৯ জনের নামে মামলা
- বৈধ অস্ত্র দ্রুত ফেরত পাওয়ার দাবিতে সাবেক ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
- কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
- টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা
- যশোরে ভুয়া নার্স নির্মূলে স্বাস্থ্য বিভাগের অভিযান
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- ‘সুশীলদের চিহ্নিত করুন, নিশ্চিহ্ন করে দিন’
- রাশিয়ায় ২২ আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ
- বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হলেন ইমরুল হাসান
- বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা প্রসঙ্গ
- পাকিস্তান তারকার মুখে বাংলাদেশের ভূয়সী প্রশংসা
- নাগরপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- গণভবন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ স্মৃতি জাদুঘর
- শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ জামিনে মুক্ত
- ‘যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে’
- ভার্জিনিয়ায় ফোবানা সম্মেলন আজ শুরু, তিন অঙ্গরাজ্যে একই নামে সাংস্কৃতিক অনুষ্ঠান
- বাফুফেকে আবারও জরিমানা করল ফিফা
- বিএনপি নেতা হাবিবসহ ৫০ নেতাকর্মীর সাজার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল
০৮ সেপ্টেম্বর ২০২৪
- আমান আযমীর বক্তব্য নিয়ে যা বলল জামায়াত
- জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ
- ‘সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে’
- ‘কুষ্টিয়া থানা আমি নেতৃত্ব দিয়ে ভেঙেছি’
- ‘অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক’
- ‘ধর্মীয় সম্প্রীতি আরও মজবুত করা হবে’
- ‘নতুন নেতৃত্বে দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে’