E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদ্রাসার শিক্ষার্থীরাও মানবসম্পদে পরিণত হচ্ছে : আমু

২০১৪ এপ্রিল ২৬ ১৪:০৮:৫৪
মাদ্রাসার শিক্ষার্থীরাও মানবসম্পদে পরিণত হচ্ছে : আমু

স্টাফ রিপোর্টার : সঠিক শিক্ষানীতির ফলে বতর্মানে মাদ্রাসার শিক্ষার্থীরাও মানবসম্পদে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের বৃহৎ একটি গোষ্ঠী মাদ্রাসা শিক্ষার মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু বর্তমান সরকারের সঠিক শিক্ষানীতির ফলে তারা আলোর মুখ দেখছে। বর্তমান শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে তারাও দেশের সম্পদে পরিণত হচ্ছে।

মেধা সম্পদ ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, একটি দেশের মেধা সম্পদ নষ্ট করতে পারলেই একটি জাতিকে পঙ্গু করা যায়। একাত্তর সালে এ জাতিকে পঙ্গু করতেই পরাজিত শত্রুরা দেশের মেধা সম্পদ নষ্ট করার ষড়যন্ত্র করেছিল।

আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মেধা সম্পদ রক্ষায় ব্যক্তিগত সচেতনাসহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। এ ছাড়া এ সম্পদ রক্ষায় আইন সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা দরকার।

শিল্পসচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

(ওএস/এটি/এপ্রিল ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test