E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির পৈশাচিকতা একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে’

২০২২ মে ১৫ ১৪:১৩:১২
‘বিএনপির পৈশাচিকতা একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে’

স্টাফ রিপোর্টার : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য হুংকার দিতেই পারে। এসব হুংকার তারা ২০০৯ সাল থেকে দিয়ে আসছে। ২০১৪-১৫ সালে তাদের পৈশাচিকতা একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছিল।

রবিবার (১৫ মে) নোয়াখালীর সূবর্ণচরে কৃষকদের মাঠ পরিদর্শনে এসে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচনকে বানচাল করতে হরতাল অবরোধ করেছিল তারা। নির্বাচনের দিনও বাসে আগুন দিয়েছে, রেললাইন তুলে নিয়েছে। ২০১৫ সালে টানা ৯২ দিন হরতাল দিয়েছিল। ১৫০ জন মানুষকে তারা অগ্নিদগ্ধ করেছে। তাদের বর্বরতা নিষ্ঠুরতা ও পৈশাচিকতা থেকে রিকশাওয়ালা ও তার ছেলেও রক্ষা পায়নি। এখনো তারা সেই আন্দোলনের হুমকি দেয়, দেশ অস্থিতিশীল করার পায়তারা করছে।

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলনের নামে পৈশাচিকতা করছে। গণতন্ত্রের মানে হলো দাবি দাওয়া তুলে ধরা। চতুর্থ স্তম্ভ গণমাধ্যম তা জাতির সামনে তুলে ধরবে, জনমত গঠন হবে। সেই জনমতের ভিত্তিতে নির্বাচন হবে, আর সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। কিন্তু বিএনপি সেটা না করে বর্বরতার পথ বেছে নিয়েছে।

এর আগে সকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক নোয়াখালীর কৃষকদের উৎপাদিত সয়াবিন ও সূর্যমূখী চাষ পরিদর্শনে সূবর্ণচরে যান। সেখানে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার।

এ সময় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test