E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি কাদেরের কথায় কান দেয় না’

২০২২ মে ২০ ১৪:০৫:০০
‘বিএনপি কাদেরের কথায় কান দেয় না’

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় বিএনপি কান দেয় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের কোনো কথাকে আমরা গুরুত্ব দেই না। তার কথায় কান দেয় না বিএনপি। কারণ তিনি নিজে কোনো কথা বলেন না। শেখ হাসিনা যা বলেন, সেটাই আবার তিনি বলেন।’

শুক্রবার (২০ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। জেলা স্বেচ্ছাসেবক দল এ মতবিনিময় সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। জনগণকে ভোট দেওয়ার সুযোগই দেয় না। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস। তারা সব কিছু পরিবর্তন করেছে। এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণরুপে আওয়ামী সংবিধানে পরিণত করেছে। আগামী নির্বাচনেও তারা জোর করে সন্ত্রাসীদের দিয়ে ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা করছে।’

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পাই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সংসদ বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়ে করেছিল এ আওয়ামী লীগ। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা, সংবিধানের কথা মানেই প্রতারণা ছাড়া কিছুই না।’

বিএনপির জনপ্রিয়তা প্রমাণে একটি নিরপেক্ষ নির্বাচনই যথেষ্ট উল্লেখ করে ফখরুল বলেন, ‘ক্ষমতার বাইরে থাকলেই সব দল পচনশীল হয় না। আওয়ামী লীগও তো ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। সেখানে বিএনপি হচ্ছে উচ্চগামী একটি দল। বিএনপির যে জনপ্রিয়তা, তা প্রমাণে একটি নিরপেক্ষ নির্বাচনই যথেষ্টা।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু প্রমুখ।

(এফআর/এএস/মে ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test