E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদা জিয়ার দেখা পেলেন না নাজমুল হুদা

২০১৪ অক্টোবর ০২ ০৯:২১:২৬
খালেদা জিয়ার দেখা পেলেন না নাজমুল হুদা

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আপাতত দেখা করতে পারলেন না দলটির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বুধবার রাত সাড়ে ১০টায় তার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।

সর্বশেষ গত রমজানে খালেদা জিয়া সৌদি আরবে ওমরা পালনের যাওয়ার পরদিন ২২ জুলাই দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাজমুল হুদার সঙ্গে তার ধানমন্ডির বাসায় সাক্ষাৎ করেন।

নাজমুল হুদার ঘনিষ্ঠ একজন জানান, চেয়ারপারসনের সঙ্গে দেখা করার উদ্দেশে গুলশানের কাছাকাছি পৌঁছলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন করে নাজমুল হুদাকে বলেন, ‘আজকে আমরা একটু ব্যস্ত আছি। দু-একদিনের মধ্যেই আপনাকে আবার ডাকা হবে।’

এ ব্যাপারে নাজমুল হুদার প্রেস সচিব তারেখ হোসেন বলেন, অনিবার্য কারণবশত আজকে দেখা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল কিছু শর্তসাপেক্ষে বিএনপিতে ফেরার জন্য নামজুল হুদাকে প্রস্তাব করেন। একই সঙ্গে নাজমুল হুদাও কিছু শর্ত দেন। দলে ফিরলে তাকে কী পদ দেওয়া হবে। অনেক জুনিয়র নেতা দলে বড় পদে আছেন, মূলত এ বিষয়গুলো নিয়ে সমাধান না হওয়ার কারণে আপাতত বৈঠক বাতিল করা হয়েছে। তবে তাকে আবার ডাকা হবে।

উল্লেখ্য, খালেদা জিয়া সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ২০১২ সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার হন নাজমুল হুদা।

(ওএস/এইচআর/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test