E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার : মোমিন মেহেদী  

২০২২ জুন ২৯ ১৭:১৬:৫৮
শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার : মোমিন মেহেদী  

স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাধারণ মানুষের পাশপাশি শিক্ষকদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার। এই সরকারের রাজনৈতিক পাষন্ডরা রাজনীতিকে কলুষিত করার পাশাপাশি সাধারণ মানুষ-শিক্ষকদেরকে খুন করছে, ছাত্র-যুব-জনতাকে গুম করছে-হামলা করছে। ২৯ জুন সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তা আইন প্রনোয়ন প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।  

মোমিন মেহেদী এসময় আরো বলেন, বন্যাক্রান্ত ১৪ টি জেলায় লক্ষ লক্ষ মানুষ সহায়তার আশায় পথ চেয়ে আছে, তাদের পাশে না দাঁড়িয়ে একের পর উৎসব হচ্ছে, আইন হচ্ছে কিন্তু শিক্ষকহত্যা শিক্ষকদের হামলা বন্ধ হচ্ছে না। বরং দেশে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে, সেই সময় কাজে না লাগিয়ে অন্ধকারের পথে এগিয়ে চলছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিরা। তাদের অন্যায়-অপরাধ-দুর্নীতি না থামালে দেশে সমূহ বিপদ এসে সাধারণ মানুষকে নিরব দুর্ভিক্ষের পথে ঠেলে দেবে, যা আমরা কেউ-উ প্রত্যাশা করি না।

(ওএস/এসপি/জুন ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test