E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আরব দেশ হলে লতিফ সিদ্দিকীর শিরশ্ছেদ করা হতো'

২০১৪ অক্টোবর ০৩ ১৩:৪৪:৫৬
'আরব দেশ হলে লতিফ সিদ্দিকীর শিরশ্ছেদ করা হতো'

স্টাফ রিপোর্টার, ঢাকা : শুধু মন্ত্রিসভা ও দল থেকে অপসারণ নয়, দেশের প্রচলিত আইনে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদন্ডের দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এই দাবি জানিয়ে বলেন, আরব দেশ হলে এই বক্তব্যের জন্য লতিফ সিদ্দিকীর শিরশ্ছেদ করা হতো।

‘বিচার বিভাগ, গণতন্ত্র ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান বলেন, মহানবী (স:) সম্পর্কে লতিফ সিদ্দিকী কেন এ ধরনের বক্তব্য রাখলেন। এই বক্তব্যের পিছনে কাদের প্ররোচনা রয়েছে। সেই বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত।

লতিফ সিদ্দিকীর বক্তব্যে বাংলাদেশ ধর্মীয় মূল্যবোধকে চরমভাবে আঘাত করেছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠান জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান মাহবুবুর রহমান।

একই সাথে তিনি বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের নিরাপত্তার সংকট চলছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে। আর এই আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test