E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে জাপার দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫

২০১৪ অক্টোবর ০৩ ১৮:০৪:১১
রংপুরে জাপার দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫

রংপুর প্রতিনিধি : রংপুরে জাতীয় পার্টির (জাপা) দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে রংপুর স্টেডিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঈদ ও পূজা উপলক্ষে চারদিনের সফরে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ শুক্রবার সকালে হেলিকপ্টারে করে রংপুর স্টেডিয়ামে যান। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি পক্ষ এবং জেলার সদ্য ঘোষিত মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সমর্থকরা তাকে বরণ করতে যায়। সেখানে দুই পক্ষের কথা কাটাকাটির পর ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সকাল পৌনে ১১টার দিকে শহরের দর্শনা মোড়ে এরশাদের বাড়ি পল্লীনিবাসে আগে থেকে জমায়েত হওয়া দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে নেতাকর্মীরা এক সাংবাদিকের মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে শহরের আরকে রোডে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে মহানগর নতুন কমিটির সদস্য সচিব এম এম ইয়াসির বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে এরশাদকে বরণ করে নিতে গিয়েছিলাম। সেখানে বিলুপ্ত কমিটির লোকজন আমাদের নেতাকর্মীদের লাঞ্ছিত করে। পরে তারা নেতাকর্মীদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’ এ ব্যাপারে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে কয়েকবার ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

(ওএস/এইচআর/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test