E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

পররাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে তামাশা করেছেন: ফখরুল

২০২২ আগস্ট ১৩ ১৭:৫৬:৩৫
পররাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে তামাশা করেছেন: ফখরুল

স্টাফ রিপোর্টার : ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে’ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমন বক্তব্য দিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তিতে, কষ্ট করছে এবং তারা হিমশিম খাচ্ছে, জীবন দুর্বিষহ হচ্ছে সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে থাকার কথা বললেন। আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি- বর্তমানে উনার চেহারায় ফুটে উঠেছে তিনি স্ফীত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীর চিটনাই বেড়ে গেছে।

তিনি বলেন, এসবের কারণটা হলো প্রচুর লুটপাট হচ্ছে। যে কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে। জন দুর্ভোগের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এহেন বক্তব্য প্রদানের অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

‘মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন যে, উক্তিগুলো দেশের মানুষের কাছে কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে উনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ উপস্থিত ছিলেন।

শুক্রবার (১২ আগস্ট) সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি। করোনার পর যুদ্ধে সারাবিশ্বে মন্দা ভাব আসছে। যুদ্ধের ফলে স্যাংশনের মুখে পড়তে হয়েছে। সাপ্লাই চেঞ্জে ব্যাঘাত হচ্ছে। যার ফলে বিভিন্ন দেশে মন্দা এসেছে। আমরা সেদিক থেকে অত্যন্ত ভালো অবস্থানে আছি।

(ওএস/এসপি/আগস্ট ১৩, ২০২২)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test