E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

বামদের হরতালে বিএনপির সমর্থন

২০২২ আগস্ট ১৭ ১৭:৫৭:০০
বামদের হরতালে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার : আগামী ২৫ আগস্ট বাম গণতান্ত্রিক জোটের হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বুধবার (১৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের কথা জানান।

জ্বালানি তেলের দামবৃদ্ধিসহ দেশে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বর্তমান সরকারের সময়ে কোন ধরণের পণ্যের কেমন দাম বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্ন ছিলো বামদের হরতালে বিএনপি সমর্থন দেবে কিনা এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে কোনো দলের ন্যায় সঙ্গত দাবির আন্দোলন আমরা সবসময় সমর্থন করি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি সদস্য আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/আগস্ট ১৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test