E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্যাসের দাম বাড়লে রাজপথে কঠোর আন্দোলন: জাগপা

২০১৪ অক্টোবর ০৯ ১২:৫০:৫৪
গ্যাসের দাম বাড়লে রাজপথে কঠোর আন্দোলন: জাগপা

স্টাফ রিপোর্টার : জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন জাতীয়বাদী গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে 'দেশ আমার গ্যাস আমার, অযৌক্তিক দাম বাড়ানো চলবে না' -শীর্ষক এক মানববন্ধনে তিনি এ আন্দোলনের হুশিয়ারি দেন।

মানববন্ধনে জাগপা সভাপতি বলেন, এই অবৈধ সরকার ক্ষমতায় থেকে দেশের সম্পদ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সাধারণ জনগণ তা সহ্য করবে না।

শফিউল আলম প্রধান বলেন, জ্বালানি গ্যাসের এক বার্নারের চুলার দাম ৮৫০ এবং দুই বার্নারের চুলার দাম ১০০০ টাকায় মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা পুরো অমানবিক। জনগণের ওপর জুলুম করার পায়তারা করছে সরকার। তা কোনো ভাবেই দেশের জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, গ্যাসের দাম আবার বাড়ানো হলে রাজপথে কঠোর আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, মাষ্টার এম এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test