E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি আন্দোলনে গেলে আ’লীগ প্রতিহত করবে’

২০২২ আগস্ট ৩০ ১৩:৪৯:৫০
‘বিএনপি আন্দোলনে গেলে আ’লীগ প্রতিহত করবে’

স্টাফ রিপোর্টার : নাটোরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, সম্প্রতি বিএনপি দেশে অপরাজনীতি এবং বিভ্রান্তিমূলক কথা বলে আন্দোলন সংগ্রাম কারার চেষ্টা করছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা প্রতিহত করবে। কিন্তু যদি বিএনপি আগের মতো জ্বালাও পোড়াও আন্দোলন কর্মসূচিতে যায় তাহলে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের জান মালের নিরাপত্তা প্রদান করা। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ তা অবশ্যই প্রতিহত করবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রে ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল টেরিস্ট্রেরিয়াল সুবিধার জন্য নবনিমির্তি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপির সঙ্গে জামায়াতের বর্তমানে সম্পর্ক কী প্রশ্ন করলে হাসান মাহামুদ চৌধুরী বলেন, গতকাল (সোমবার) বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনে মনে হয়েছে বিএনপি জামায়াতের অবিচ্ছেদ্য অংশ। তারা একসঙ্গে থাকবে।

এ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার রফিকুল ইসলাম এবং বিটিভি উপকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test