E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবিবারের বৈঠকেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা

২০১৪ অক্টোবর ১০ ২১:২০:২০
রবিবারের বৈঠকেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে অবস্থান নেওয়া নেতা কিংবা মন্ত্রী যত প্রভাবশালী হোক না কেন তিনি দলে থাকতে পারবেন না।’

শুক্রবার সাভারে তিনি বলেন, যারা এখনও গুরুত্বপূর্ণ পদে থেকে বেফাঁস কথাবার্তা বলছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের বিষয়টি তাদের জন্য একটি সতর্কবার্তা।

‘আগামী রবিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেখানেই আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। যেহেতু ইতোমধ্যে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’

বিকালে সাভারের আশুলিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় ১০০ মিটার নলাম সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এই সেতুটির কাজ দীর্ঘ ১৭ বছর ঝুলে ছিলো। অসমাপ্ত সেতুর কাতারে ছিলো এটি।

এ সময় ওবায়দুল কাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘লন্ডনে বসে শব্দবোমা ফাটিয়ে বাংলাদেশে আন্দোলন হবে না। সাহস করে ঢাকায় এসে ঘোষণা না দিলে তা ব্যর্থ আন্দোলন হিসেবে চিহ্নিত হবে।’

তিনি বলেন, ‘নন-ইস্যুকে ইস্যু করে দেশে আন্দোলনের সাফল্য মিলবে না। আর নন-ইস্যুকে ইস্যু বানাতে গিয়েই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের গুরুত্ব হারিয়ে ফেলেছে।’

‘দেশের মানুষের সমর্থন ছাড়া কোনও আন্দোলন হয় না। আর দেশে আন্দোলনের তেমন কোনো ইস্যুও এখন নেই’, যোগ করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সড়ক বিভাগের ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও মানিকগঞ্জের প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

(ওএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test