E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না

২০১৪ অক্টোবর ১১ ১৪:৩৪:৫৭
নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আগামী একাদশ নির্বাচনকালীন সরকারে বিএনপির স্থান হবে না। কারণ দশম সংসদে তাদের কোনো প্রতিনিধিত্ব নেই।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। এ নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে না।

তিনি বলেন, বিএনপি হুমকি দিচ্ছে কঠোর থেকে কঠোর আন্দোলন করে সরকার পতন ঘটাবে। আমি বলতে চাই, ২০১৩ সালের শেষের দিকের মত সহিংস কোনো তা-ব করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর হবে।

বিএনপিকে নিয়মতান্ত্রিক আন্দোলন করার পরামর্শ দিয়ে কামরুল বলেন, নিয়মতান্ত্রিক পথে হাটলে আপনাদের জন্য মঙ্গল হবে। আর অনিয়মতান্ত্রিক পথে হাটেন তাহলে আপনাদের কপালে ভয়াবহ দুর্যোগ আছে।

মির্জা ফখরুল ও বিএনপির নেতারা জঙ্গিবাদের মুখপাত্র হিসেবে কথা বলেন বলে মন্তব্য করে কামরুল বলেন, বিশ্ববাসী জানে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোর্দ্দার প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test