E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চন্দনাইশের মোজাফফর হত্যাকাণ্ড

আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার: আবু আহমদ

২০১৪ অক্টোবর ১৩ ১৪:৪০:২২
আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার: আবু আহমদ

স্টাফ রিপোর্টার : চন্দনাইশের মোজাফফর হত্যাকাণ্ডে নূন্যতম সম্পৃক্ততা অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ।

সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মোজাফফর হত্যাকাণ্ডে আবু আহমেদের নাম জড়ানোর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। একটি গোষ্ঠী উপজেলা আওয়ামী লীগের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তাকে খর্ব করতে পরিকল্পিতভাবে এ মিথ্যাচার করছে। তাদের এ ষড়যন্ত্রে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠীও গলা মেলাচ্ছে।

সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ড ও ‘মিথ্যাচার’র জন্য এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদকে দায়ী করেন আবু আহমদ।

তিনি আরো বলেন, কর্ণেল অলি আশির দশক থেকে আমি ও আমার পরিবারকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। আমার তিন ভাই, মা কেউ তার হয়রানি থেকে রেহাই পায়নি। মোজাফফর হত্যাকাণ্ডের পর সে ও তার অনুসারীরাই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে। এ হত্যাকাণ্ডে যে কর্ণেল অলির লোকজন জড়িত তা তদন্ত করলেই বের হয়ে আসবে।

আবু আহমদ বলেন, জায়গা সম্পত্তি নিয়ে দু’পরিবারের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি। এ ঘটনার পর দায়ের করা মামলায় আমার নাম নেই। কিন্তু সপ্তাহখানেক পর আমাকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বিতর্কিত করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ স ম সাইফুদ্দীন খালেদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, সদস্য ফরিদুল আলম, পৌরসভা আওয়ামী লীগের সদস্য ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মাহমুদুল হক বাবুল।

লিখিত বক্তব্যে বলা হয়, আবু আহমদকে ভূমিদস্যু ও অত্যাচারী হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ, তার নিজের পৈতৃক বেশ কিছু জায়গা কর্ণেল অলির প্রত্যক্ষ মদদে অন্যরা জবর দখল করে রেখেছে। আবু আহমদ জবর দখলকারী, অত্যাচারী হলে তার জায়গা কিভাবে অন্যরা দখল করে থাকে।

সংবাদ সম্মেলনে আবু আহমদকে নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরণের ষড়যন্ত্রমূলক চেষ্টা চলছে বলে অভিযোগ করেন সাইফুদ্দীন খালেদ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test