E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ.লীগ ধর্মহীনতায় বিশ্বাসী: খালেদা জিয়া

২০১৪ অক্টোবর ১৪ ১৮:১৩:৩০
আ.লীগ ধর্মহীনতায় বিশ্বাসী: খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আওয়ামী লীগ হচ্ছে ধর্মহীনতার দল। তারা কোনো ধর্মেই বিশ্বাস করে না। তারা মুখে বলে এক। আর কাজে করে আরেক।

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন খালেদা জিয়া।

হিন্দু সম্প্রদায়ের বিএনপির নেতাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু, অপর্ণা রায় দাস, নিতাই চন্দ্র ঘোষ, অমলেন্দ্র দাস অপু, দেবাশীষ রায় মধু, তরুণ দে, রমেশ দত্ত, নকুল চন্দ্র সাহা, বিজন সরকার, প্রদীপ বসু, শ্যামল চন্দ্র হোড়, মনীদ্র নাথ ঘোষ প্রমুখ।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইশকনের নেতাদের মধ্যে মাধব মুরারী দাস ব্রহ্মচারী, সুমুখ গৌরাঙ্গ দাস (মহাপরিচালক, নমহট্ট ইশকন বাংলাদেশ), নিত্যানন্দ কিশোর দাস, দয়ানিধি দাস বহ্মচারী, সাধুসন্য কুমার দাস উপস্থিত ছিলেন।

পুরোহিতদের মধ্যে রামকৃঞ্চ আশ্রম মঠের স্বামী গুরু সেবানন্দ মহারাজ, মৃদুল মহারাজ, তাঁতী বাজার আশ্রমের স্বামী দিব্য আনন্দ মহারাজ, জগন্নাথ দেবের মাসীর বাড়ির আশ্রমের শ্যাম সুন্দর দাস বাবাজী, ইশকন মন্দিরের বাসুদেব মুন্সি খোকা, নন্দ দুলাল ব্রহ্মচারী, গোপাল কৃঞ্চ দে, দেবাশীষ পাল প্রমুখ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শারদীয় দুর্গোৎসব ও শুভ বিজয়া উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া নেত্রকোণা, ময়মনসিংহ, বাগেরহাট, ঘাটাইল, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, সিলেট, চট্রগ্রাম, কুষ্টিয়া, মুন্সীগঞ্জ, নরসিংদী জেলার বিএনপিপন্থী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

আমন্ত্রিত অতিথির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, মঈন খান, সেলিমা রহমান, মাসুদ আহম্মেদ তালুকদার, হাবিব উন নবী খান সোহেল, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর সরফত আলী সপু, নুরে আরা সাফা, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test