E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নয়, আ’লীগের বিকল্প হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার দল চাই’

২০২২ ডিসেম্বর ০৪ ১৩:১৩:৩৯
‘বিএনপি নয়, আ’লীগের বিকল্প হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার দল চাই’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার দলকে বিরোধী দলে চাই।’

তিনি বলেন, ‘বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে, গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশি গতিশীল হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। তার সুদূরপ্রসারী নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেনি, যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় যাদের অন্তরে ঘা লেগেছে, সেই স্বাধীনতাবিরোধী শক্তি সমাবেশের নামে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে।’

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতরা বক্তৃতা করেন।

বক্তারা বলেন, আগামীতে ১৪ দল বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test