E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারের ষড়যন্ত্র প্রতিহত হবে

২০১৪ অক্টোবর ১৮ ১৪:৩০:৫০
গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে সরকারের ষড়যন্ত্র প্রতিহত হবে

স্টাফ রিপোর্টার : আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ক্ষমতাসীনদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক নাগরিক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. পিয়াস করিম স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার অকুতোভয় কণ্ঠস্বর’ শীর্ষক নাগরিক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীনরা দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা বিভক্তির রাজনীতি শুরু করেছে। তারা এখন দেশকে বিভক্তি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

আইন ও সংবিধান পরিবর্তন করে ক্ষমতাসীনরা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, পিয়াস করিমের স্থান ছিল শহীদ মিনার এবং তাকে শহীদ মিনারেই শ্রদ্ধা জানানো আমার উচিত ছিল। কিন্তু কিছু অর্বাচিন বালক এবং যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুই জানে না তারা এটা হতে দেয়নি।

পিয়াস করিমের প্রতি স্মৃতি চারণ করে তিনি বলেন, আমি আমার একজন প্রিয় মানুষকে হারালাম। এবং দেশও একজন জ্ঞানি ব্যক্তি হারালো। আর এই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে নাগরিক স্মরণ সভায় আরো বক্তব্যে রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিশিষ্ট কলামিস্ট ও কবি ফরহাদ মজহার, বিএনপির চেয়ারপার্সনের উপচেষ্টা শওকত মাহমুদ প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test