E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিএনপির কোনো জোরালো আন্দোলন নেই

২০১৪ অক্টোবর ১৮ ১৫:১১:১০
বিএনপির কোনো জোরালো আন্দোলন নেই

স্টাফ রিপোর্টার : বিএনপির কোনো জোরালো আন্দোলন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুরের বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, "আগামী বছরের মার্চ মাসের মধ্যেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের টার্গেট ১৫১ আসন। মানুষ দুই দলের কাছ থেকে মুক্তি পেতে চায়। আগামী নির্বাচনে আমরা ভালো করতে চাই।"

তিনি বলেন, "দেশের অবস্থা ভালো নয়, মানুষও ভালো নেই। সন্ত্রাস দুর্নীতি ও দলীয় কারণে দেশ ছেয়ে গেছে। এর বিপরীতে জনগণের কাছে প্রয়োজন জাতীয় পার্টি। আামরা দলকে সংঘটিত করবো। আমরা রংপুরে মিলেমিশে সবাইকে নিয়ে দলকে সংগঠিত করতে চাই। সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই।"

তিনি আরো বলেন, "বিএনপির কোনো জোরালো আন্দোলন নেই। তারা কথা বলে বলে সময় ক্ষেপণ করছে মাত্র। বিএনপির ওপর মানুষের আস্থা নেই।"

এসময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব সাবেক এমপি এইচএম শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসিরসহ এরশাদ অনুমোদিত কমিটির বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test