E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পুলিশি বাধা গণজাগরণ মঞ্চের প্রত্যাশিত হবে না: ইমরান

২০১৪ অক্টোবর ১৯ ১৪:৫৭:১৭
পুলিশি বাধা গণজাগরণ মঞ্চের প্রত্যাশিত হবে না: ইমরান

স্টাফ রিপোর্টার : পুলিশি বাধা গণজাগরণ মঞ্চের প্রত্যাশিত হবে না বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

রবিবার বেলা ১১টায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ সব কথা বলেন।

ইমরান বলেন, রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের রিভিউ পিটিশন, যুদ্ধাপরাধের বিচার, রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিতকরণ ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ থেকে আইন মন্ত্রণালয়ের অভিমুখে যে 'গণপদযাত্রা' করবে, তাতে পুলিশি বাধা গণজাগরণ মঞ্চের প্রত্যাশিত হবে না।

তিনি বলেন, রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর লঘু শাস্তির রায় পাওয়ার পর গত এক মাস অতিক্রম হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত রিভিউ পিটিশন করা হয়নি। সে বিষয়টা নিয়ে এবং সংবিধানের ৪৯ ধারার মাধ্যমে যুদ্ধাপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমার যে বিধান রয়েছে, তা রহিতকরণসহ তিন দফা বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা।

সেই যাত্রায় পুলিশের বাধা আসলে গণজাগরণ মঞ্চের একটা প্রতিনিধি দল আইন মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসবে।

আশা করি, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী আমাদের সহায়তা করবে।

তিনি আরো বলেন, এই কর্মসূচির পর আমাদের পরবর্তী কর্মসূচি 'দেশব্যাপী যাত্রা' রোডমার্চের মতো অতি শিগগিরই শুরু করবো। এ ছাড়া সারাদেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের নিয়ে নভেম্বরে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।

(ওএস/এটিআর/অক্টোর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test