E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না ইসি

২০১৪ অক্টোবর ২০ ১৪:৪৫:৪১
এরশাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না ইসি

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হলফনামায় তথ্য গোপন করার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক কর্মকর্তা বলেন, আইন অনুসারে ইসির কিছু করার নেই বলে কমিশনকে তা জানানো হয়েছে। সে মোতাবেক কমিশন অনুমোদন দিয়েছে। তাই এরশাদের বিরুদ্ধে ইসি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির আহম্মেদ গত ২৪ সেপ্টেম্বর এরশাদের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনে।

অভিযোগটি আসার পর তা খতিয়ে দেখতে নির্বাচন ব্যবস্থাপনা শাখা ও আইন শাখাকে নির্দেশ দেয় ইসি।

আইন শাখা নির্বাচনী আইনের ব্যাখ্যা দিয়ে এরশাদের হলফনামা তথ্য গোপনের বিষয়টি কমিশন বৈঠকে পাঠায়। পর্যালোচনার পর কমিশন সে অভিযোগ নাকচ করে দেয়।

তারা জানান, প্রার্থী নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ এলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো এখতিয়ার নেই ইসির। কারণ সংসদ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ কেবল সংসদ সচিবালয়ে স্পিকার বরাবর করতে হয়। আর স্পিকার যদি কোনো তদন্ত এবং পর্যালোচনা সাপেক্ষে কোনো প্রতিবেদন দাখিল করার নির্দেশ ইসিকে দেয় তখনই কেবল ইসি কিছু করতে পারে।

এদিকে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, এরশাদ হলফনামায় মিথ্যা তথ্য দেননি। তবে আবুধাবির ইউনিয়ন ব্যাংকে তার যে আমানত রয়েছে বা ব্যাংক হিসাবে যে অর্থ রয়েছে সেটার কথা হলফনামায় উল্লেখ করেননি।

তাই সাব্বির আহম্মেদের করা অভিযোগটি সম্পূর্ণ বিবেচনায় নেওয়ার যোগ্য নয়। তবে তিনি যদি এটা প্রমাণ করতে পারেন তবে ব্যবস্থা নিতে পারবে স্পিকারই।

প্রার্থী নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ আসলে সে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ইসি নয়।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, কেউ নির্বাচিত হয়ে গেলে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তা আমলেও নেবে না ইসি।

(ওএস/এটিআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test