E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সরকারের দুর্নীতির কারণে সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে

২০১৪ অক্টোবর ২২ ১৪:৪১:৪৬
সরকারের দুর্নীতির কারণে সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে

স্টাফ রিপোর্টার : সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণেই সড়ক দুর্ঘটনা আজ মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা-এরশাদ) মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার দুপুরে জাপার ঢাকা মহানগর দক্ষিণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। ৩৪ জন লোক একসঙ্গে মারা গেল। গত ঈদেও শতাধিক মানুষ নিহত হয়েছে। আজকে মানুষ বাড়িতে, গাড়িতে, রাস্তায় কোথাও নিরাপদ নেই। সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে।’

তিনি বলেন, ‘বাসের ফিটনেস লাইসেন্স এখন আর লাগে না। বিআরটিএ-এর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) দুর্নীতির কারণে সহজেই মালিকরা লাইসেন্স পেয়ে যান। আমরা মানুষের চলাফেরা ও জীবনের নিরাপত্তা চাই।’

(ওএস/এটিআর/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test