E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সব কিছুর দাম ভয়াবহ: দুদু

২০২৩ মার্চ ২২ ১৭:৫৮:৫০
সব কিছুর দাম ভয়াবহ: দুদু

স্টাফ রিপোর্টার : দেশ এখন অশান্তিতে ভাসছে এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি বাজারে যাবেন, সেখানে শান্তি নাই। সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, সেখানেও আপনাকে চাঁদা দিতে হবে। রাস্তায় যাবেন, বাসে উঠতে পারবেন না। সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না, সবকিছুর দাম ভয়াবহ। এগুলো থেকে মুক্ত হতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বুধবার (২১ মার্চ) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সাবেক ছাত্রদল নেতাদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে ভয়াবহ দলীয়করণ হয়েছে। পুলিশ দলীয়করণ হয়েছে। প্রশাসন দলীয়করণ হয়েছে। প্রতিটি পেশাজীবী সংগঠন দখল হয়ে গেছে।সুপ্রিম কোর্ট দখল হয়ে গেলো, জজকোর্ট আগেই দখল হয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশ পরিবর্তন হওয়ার সুযোগ আর নেই। ১৯৭১ সালে নির্বাচনে পরিবর্তন হয় নাই, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, অনেকেই প্রশ্ন করে, বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি না। বিএনপি নির্বাচনে গিয়ে কী করবে? হাইকোর্টের নির্বাচন দেখলেন না? এটা ভদ্রলোকদের জায়গা। সুপ্রিম কোর্টে যা ঘটলো, বৃটিশ আমল,পাকিস্তান আমলেও এমন ভয়াবহ ঘটনা ঘটে নাই। নির্বাচন এখন দেশের মসজিদ কমিটিতেও হয় না, আগেই দখল হয়ে যায়।

‘সরকারের দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে আমরা দশ দফা দিয়েছি। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test