E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে’

২০১৪ অক্টোবর ২৩ ১৪:৪৩:২৭
‘আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে’

বগুড়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘দেশের কী অবস্থা আপনারা জানেন। আপনাদের কল্যাণের স্বার্থে যখনই কর্মসূচি ঘোষণা করব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউসের ফটকের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। সেখান থেকে খালেদা জিয়ার গাড়িবহর নীলফামারীর উদ্দেশে রওনা হয়। বিকেলে সেখানে অনুষ্ঠিত জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা।

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, বগুড়া বিএনপির জন্য শক্তিশালী ঘাঁটি। এই জেলার নেতা-কর্মীদের আরও সুসংগঠিত হতে হবে। আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই আন্দোলনের ডাক দেওয়া হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। বগুড়াবাসীকে বিএনপির আগামী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

খালেদা জিয়া বলেন, ‘আমরা উত্তরবঙ্গে আসলেই বগুড়ায় আসি। কারণ বগুড়া আমার আপন ঘর মনে হয়। বগুড়ার আদর আপ্যায়ন আমার সব সময়ই ভালো লাগে।

বক্তব্য দেওয়ার আগে খালেদা জিয়া শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামকে স্বর্ণপদক দেন।

প্রায় ছয় বছর পর আজ নীলফামারীতে যাচ্ছেন খালেদা জিয়া। বিকেলে তাঁর জনসভা উপলক্ষে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নেতা-কর্মী ও সমর্থকেরা জমায়েত হতে শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন হাতে ২০-দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যাচ্ছেন।

গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা নীলফামারীতে অবস্থান করছেন। মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের আগে নীলফামারীতে দুর্বার আন্দোলন হয়েছে। যারা আন্দোলন করেছে, তাদের গুপ্ত হত্যা করা হয়েছে। সেই হিসেবে নীলফামারীকে গুরুত্বপূর্ণ মনে করে সেখানে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে। খালেদা জিয়া যেসব জায়গায় যাচ্ছেন, যেসব জায়গায় গুপ্ত হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নীলফামারীর প্রশাসন এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো অসহযোগিতা করেননি, আশা করি করবে না।’


আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান খালেদা জিয়ার

২০০৮ সালের ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদের চারদলীয় জোটের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নীলফামারী পৌরপার্কে পথসভা করেন খালেদা জিয়া। এরপর আজ তিনি সেখানে সফর করছেন। জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান জানান, জনসভাস্থল ও বাইরের লোকজন যাতে খালেদা জিয়ার ভাষণ শুনতে পারেন, সে জন্য শহরের বিভিন্ন পয়েন্টে ২২৫টি মাইক বসানো হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়া এই সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের দিকনিদের্শনামূলক গুরুত্বপুর্ণ বক্তব্য দেবেন।

(এএসবি/এএস/অক্টোবর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test