E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিটি গুম খুনের বিচার করা হবে’

২০২৩ এপ্রিল ০৭ ২১:৪৮:৪২
‘প্রতিটি গুম খুনের বিচার করা হবে’

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যখনই অবৈধ দখলাদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করা হবে তখনই প্রতিটি গুম খুনের বিচার করা হবে। বিচার করা হবে প্রতিটি ব্যাংক লুটের। তারা আমাদের বহু নেতাকর্মীকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করেছে, জেল খাটিয়েছে, তাদের সবাইকে বিচারের সম্মুখিন করা হবে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন সিলেট বিভাগের চার জেলা ও উপজেলার কয়েকহাজার যুবদলের নেতাকর্মী যোগদেন মৌলভীবাজার জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বিভাগীয় প্রতিনিধি সভায়। প্রতিনিধি সভায় সভাপত্বি করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল। প্রতিনিধি সভায় বিশাল ডিজিটাল প্রজেক্টর স্কিনে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিনিধি সভায় আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ বর্তমানে একটা অবৈধ দখলদার বাহিনী কর্তৃক চেয়ার দখল করে আছে, যেটাকে বলি সরকার। এই অবৈধ দল থেকে বাংলাদেশকে মুক্ত করা বাংলাদেশের জনগণের ঈমানী দ্বায়িত্ব। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বিএনপি বাংলাদেশের বেশিরভাগ জনগনের প্রতিনিধিত্ব করে বিধায় বিএনপির দ্বায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়,বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায়,বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এই অবৈধ দখলদার বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করে নিয়ে আসা। সে জন্যই আমরা এই সংগ্রামে আছি আজকাল। এই অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি মানুষকে নির্যাতিত করছে,প্রতিটি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিটি মানুষকে অন্যায় অবিচারের দ্বারা তাদের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। অত এব,আমরা চাই বাংলাদেশকে এই অবৈধ দখলদার থেকে মুক্ত করা।

তিনি আরো বলেন, কিছু দিন আগে পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যেখানে বাংলাদেশকে দাওয়াত দেওয়া হয় নাই, তার মানে তারা মনে করে বাংলাদেশে কোন গণতান্ত্রিক সরকার নাই,বাংলাদেশে কোন গণতন্ত্র নাই। অত এব বাংলাদেশে যে একটা স্বৈরাচারী সরকার বর্তমানে অধিষ্টিত সেটা বিশ্ববাসী বুঝতে পেরেছে। সুতরাং আমাদের ঈমানী দ্বায়িত্ব এই খুন,গুম নির্যাতন করা সরকারকে যেভাবেই হোক বাংলাদেশ থেকে মুক্ত করে বাংলাদেশের জনগণকে মুক্ত করা। বক্তব্য শেষে বিএনপির সিনিয়র এই নেতা নেতাকর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে আগামীতে যে ডাক আসবে তাতে সবাইকে দ্বায়িত্ব পালন করে এই সরকারের বিদায় নিশ্চিত করতে হবে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র কি এই সরকারের কাছে নিরাপদ ? এই অবৈধ দখলদার সরকারের হাতে দেশ, জাতি ও দেশের সম্পদ রক্ষিত নয়। তাই গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠের আন্দোলনে সক্রিয় থাকব।

প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি এম কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সহ-সভাপতি জাহিদুর রহমান দিপু সরকার,সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল হক রয়েল,যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক মর্যাদা)এ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক জয়নাল আহমদ প্রমুখ।

(একে/এএস/এপ্রিল ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test