E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবা পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্মা পুরুষ

২০১৪ অক্টোবর ২৫ ১৫:২৮:২০
বাবা পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্মা পুরুষ

স্টাফ রিপোর্টার : প্রয়াত গোলাম আযমকে পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্মা পুরুষ এবং ইসলামি আন্দোলনের অন্যতম বিশ্বনেতা হিসেবে অভিহিত করেছেন তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী।

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাবার জানাজার আগে সাংবাদিকদের আযমী বলেন, ‘আমার বাবা ইসলাম প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। পৃথিবীর ইতিহাসে ক্ষণজন্মা পুরুষ তিনি। আমার বিশ্বাস, তার স্বপ্ন বাস্তবায়িত হবে। কারণ তিনি লাখো যুবককে তার আদর্শে তৈরি করে গেছেন।

আযমী আরো বলেন, সরকার তার বাবাকে মিথ্যা মামলায় ১০১৬ দিন কারাগারে রেখেছিল। এ বেদনা ভোলার নয়। আমরা প্রতি মুহূর্তে ওই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি।

মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াত নেতা গোলাম আযমের জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।

তার ছেলে আবদুল্লাহিল আমান আযমী বাবার জানাজা পড়িয়েছেন। এর আগে মরহুমের লাশ বেলা ১টার সময় বায়তুল মোকাররমে নিয়ে আসা হয়।

জানাজা শেষে লাশ মগবাজারের কাজী অফিস লেনসংলগ্ন পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test