E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামায়াত-বিএনপি আন্দোলন করতে জানে না: নাসিম

২০১৪ অক্টোবর ২৫ ২০:০৪:৩৩
জামায়াত-বিএনপি আন্দোলন করতে জানে না: নাসিম

রাজশাহী প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াত-বিএনপি আন্দোলন করতে জানে না, তারা জানে বোমাবাজি করতে, ভাঙচুর করতে, পুলিশ হত্যা করতে, মানুষকে পুড়িয়ে মারতে। খালেদা জিয়া মাঠে নেমেছেন আন্দোলন করতে। তারা সভা-সমাবেশ করুক, আপত্তি নেই। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করলে তাদের কালোহাত ভেঙ্গে দেওয়া হবে।

এ সময় জামায়াত-বিএনপিকে মুখোশধারী শয়তান বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়ছার রহমান অডিটোরিয়ামে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াত-বিএনপি বাংলাদেশের মানুষের সঙ্গে বেঈমানি করেছে। তাদের রাজনৈতিকভাবে প্রতিরোধ করতে আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ কর্মীদের আচার-আচরণে, নৈতিকতায় ভালো হতে হবে। নইলে শেখ হাসিনার ক্ষতি হয়ে যাবে।

নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি এখন নির্বাচন চাচ্ছে। কিন্তু নির্বাচনের ট্রেন তারা মিস করেছেন। আগামী ২০১৯ সালের আগে তারা আর ট্রেন ধরতে পারবেন না। শেখ হাসিনা তাদের ডেকেছিলেন নির্বাচন করতে। কিন্তু তারা তাদের মুরুব্বি ও জামায়াত শিবিরের কথা শুনে নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করেন। জনগণের ওপর বোমাবাজি করেছেন, মানুষকে পুড়িয়ে মেরেছেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো ক্ষতি হয়ে গেলে বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ আর থাকবে না। মুখোশধারী ওই জামায়াত-বিএনপি বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করবে। উন্নয়নের পথে ধাবিত হওয়া বাংলাদেশকে পিছিয়ে দেবে।’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সংবিধান লিখেছেন। কিন্তু পাঁচ বছরের আগে নির্বাচন চাচ্ছেন। সংবিধানের কোথায় লেখা আছে যে ৫ বছরের আগে নির্বাচন করতে হবে। এজন্য অহেতুক অপ্রাসঙ্গিক কথা বলে দেশের জনগণের মাঝে আর কোনো বিভ্রান্তি ছড়াবেন না।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test