E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

২০১৪ অক্টোবর ২৬ ১৫:২০:২২
নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান এরশাদের

স্টাফ রিপোর্টার : নেতা কর্মীদের বসে না থেকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘ তোমরা বসে থেকো না। সময় কম। আমি ঘুরে বেড়াচ্ছি। প্রতিটি মিনিট মূল্যবান। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে তোমাদের।’

রবিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মত-বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘গণতন্ত্র মানে জনগণের শাসন। বাংলাদেশে একদলীয় শাসন চলছে। আমরা আবার গণতন্ত্র ফিরে পাবো। মানুষ সুবিচার পাবে। তোমরা কাজ করো।’

এরশাদ বলেন,‘ হরতাল মানি না। ভূমিকম্প হলেও তোমাদের আসতে হবে। এখন বিশ্রামের সময় নেই। এটাই আমাদের প্রতিশ্রুতি।’

এ সময় সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘সড়ক দুর্ঘটনা, মৃত্যু এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেদিন ৩৪ জন মারা গেল। আমরা শুধু দুঃখ প্রকাশ করি। কারা মারা গেল, কেন মারা গেল সে খবর রাখি না। কীভাবে ক্ষমতায় থাকা যায় সারাক্ষণ সেই চিন্তা করি। আশা করি সুদিন আসবে। সেদিন আমরা পরিবর্তন আনবো।’

তিনি আরও বলেন, ‘থাইল্যান্ডের বিচে হাজার হাজার বাঙালি পড়ে আছে। এই কি জনশক্তি রপ্তানির নমুনা। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে তাদের মাঝসমুদ্রে ফেলা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিকদের ফিরিয়ে আনুন।’

এরশাদ আক্ষেপ করে বলেন, ‘আমরা সবকিছু হারিয়ে ফেলছি। শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছি। সমাজ হারিয়ে যাচ্ছে ধ্বংসের রাজনীতিতে। শুধু চিন্তা কীভাবে ক্ষমতায় থাকা যায়। মানুষের প্রতি কোন ভালবাসা নাই।’

এরশাদ বলেন,‘ ঘরে ঘরে চাকরির কথা বলা হয়েছিল, এখন ঘরে ঘরে বেকার। বেকারত্বের অভিশাপ দেশকে গ্রাস করছে। একটা চাকরির জন্য হাজার হাজার দরখাস্ত। চাকরি না পেয়ে অনেকে মাদক গ্রহণ করছে। এই অবস্থার পরিবর্তন চাই।’

প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন,‘ জাপা আঞ্চলিক দল নয়। আমি জেলে থেকে এমপি হয়েছি। ঢাকা থেকে এমপি হয়েছি। পরিবর্তন আসবে। দুই দল থাকবে না। জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ মন থেকে পরিবর্তন চাচ্ছে।’

এ সময় নেতা-কর্মীরা শ্লোগান দেন, ‘দুই নেত্রীর দিন শেষ, এরশাদের বাংলাদেশ।’এরশাদ বলেন, ‘এ জন্য তোমাদের কাজ করতে হবে।’

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, নুরুল ইসলাম নুরু, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

(ওএস/এটিঅার/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test