E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি রাজনীতিতে পরাজিত হয়েছে

২০১৪ অক্টোবর ২৬ ১৭:২২:০৫
বিএনপি রাজনীতিতে পরাজিত হয়েছে

স্টাফ রিপোর্টার : ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ, সংবিধান পরিপন্থি হতো- তাহলে এতগুলো সিপিএ-আইপিইউ’র দুজন প্রতিনিধিকে বিপুল ভোটে নির্বাচিত করতো না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি তো ক্ষমতায় ছিল। আত্মমর্যাদা বলে কোনও জিনিস তাদের মধ্যে নেই। কেনা যাওয়ার কথা বলে সমস্ত পৃথিবীকে অপমান করা হয়, সমস্ত রাষ্ট্রকে অপমান করা হয়।’

বাংলাদেশ সিপিএ-আইপিইউ’র চেয়ারপারসন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনার জবাব দিয়ে বাণিজ্যমন্ত্রী তার কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘সিপিএ-আইপিইউ কি কেনা যায়।’

‘খালেদা জিয়াকে উদেশ্য করে বানিজ্য মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিদেশি সমর্থন পাওয়ার জন্য নাকি দ্বারে দ্বারে ঘুরছি- এটা তিনিই ভাবতে পারেন। বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ দেশ। আন্তর্জাতিক বিশ্বে কেউ নির্বাচন নিয়ে কোনও কথা বলেননি। সকলের মুখে একটি কথা বাংলাদেশ এগিয়ে যাবে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে আর্বিভূত হয়েছে।’

তোফায়েল বলেন, বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু পরাজয়ের গ্লানি চিরস্থায়ী। বিএনপি আন্দোলন-রাজনীতিতে পরাজিত হয়েছে, আন্তর্জাতিক বিশ্বে ধিকৃত হয়েছে। কারণ যারা আইপিইউ-সিপিএ কেনা যায় বলে কথা বলতে পারে- তাদের পৃথিবীর কোনও দেশই সমর্থন করতে পারে না।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন এবং সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সিপিএ-আইপিইউ নিয়ে টকশোতে আলোচনার ব্যাপারে তোফায়েল বলেন, ‘কয়েকজন ব্যক্তির টকশো দেখেছি। টকশোতে গৌরবোজ্জল ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। একজন বলেছে সিপিএ’র নাম শুনেনি।

সিপিএ অনেক আগে প্রতিষ্ঠিত জানিয়ে তোফায়েল বলেন, আইপিইউ’র ১৪৫টি দেশ সদস্য। এটা নাকি ক্লাব। আমি অবাক হয়ে যাই এসব লোক যায় টকশোতে...। শিক্ষিত, মার্জিত, ভদ্র লোক- অথচ তুচ্ছ-তাচ্ছিল্য করল। আবার নিজেকে আওয়ামী লীগের লোক বলে এটাকে আরো গ্রহণযোগ্য করার অপচেষ্টা করল।

শিরিন শারমিন ব্যালট-ভোটে নির্বাচিত হয়ে ৭০ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ৬৭ ভোট।

আর সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৯ ভোট, নিকটতম অস্ট্রেলিয়ার স্পিকার ৯৫ ভোট এবং ইন্দোনেশিয়ার বিরোধী দলের নেতা ৫৩ ভোট। এই দুটো ভোট যোগ করলেও সাবেরের সমান হয় না। এই ভোটগুলো কি কেনা যায়- প্রশ্ন রাখেন তোফায়েল আহমেদ। ভোট কেনার কথা বলে নিজেরা নিজেদের ছোট করা হয়।

আইপিইউ-সিপিএ’তে নিজেও বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন বলে জানান তোফায়েল আহমেদ।

(ওএস/এটিআর/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test