E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিএনপির সাংগঠনিক শক্তি নেই : হানিফ

২০১৪ অক্টোবর ২৬ ২০:০৩:৩৪
বিএনপির সাংগঠনিক শক্তি নেই : হানিফ

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়ার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনা ও মূর্খতা ছাড়া কিছুই নয়।’

রবিবার সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ বৈঠক শেষে এ সব কথা বলেন। জেলহত্যা দিবসের (৩ নভেম্বর) কর্মসূচি নির্ধারণ করতে এ বৈঠক ডাকা হয়েছিল।

হানিফ বলেন, ‘এক রাষ্ট্রকে অপর কোনো রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে। কিন্তু কোনো সরকারকে অন্য দেশের সরকারের স্বীকৃতি দেওয়ার কিছু নেই। কোনো সরকারকে কেউ স্বীকৃতি দিতে পারে না।’

তিনি আরো বলেন, ‘এই সরকারের যদি বৈধতা না থাকে তবে জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। বিভিন্ন দেশ তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের এসেছেন।

এছাড়া, এই দশম সংসদের নির্বাচিত এমপিদের মধ্য থেকে একই সময়ে দুইজন ‘সিপিএ’ এবং ‘আইপিও’র সভাপতি নির্বাচিত হয়েছেন। কোন রাষ্ট্রে এই ধরণের ঘটনা ঘটেনি এটা বাংলাদেশের জন্য একটি ইতিহাস। খালেদা জিয়া কতটা মুর্খ হলে এমন কথা বলতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলার আগে ভেবে-চিন্তে কথা বলাল পরামর্শ দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের কথা বলার সুযোগ থাকবে না। তিনি শিক্ষক ছিলেন, কিন্তু তার কথা মিথ্যাচারে ভরা। আমরা তাকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর সম্পর্কে কথা বলার আগে একবার ভেবে নিবেন। আপনার নেত্রী খালেদা জিয়ার চেহারার দিকে তাকিয়ে নিবেন। হতাশা কাটিয়ে ওঠার জন্য ভবিষ্যতে এই ধরনের অযুক্তিক কথা বলার সুযোগ পাবেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির সাংগঠনিক শক্তি নেই। দলছুট নেতাদের নিয়ে এই দলটি গঠিত হয়েছে। নিজেদের অবস্থা নাজুক হওয়ায় নিজেদের মধ্যে মারা-মারি করছে। তাদের জোটের বিশ দল থেকেও অনেকে বের হয়ে গেছে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জাম ভূইয়া ডাবলু, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে নেতারা।

(ওএস/এটিআর/অক্টোবর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test