E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির কর্মসূচি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়ার’

২০২৩ মে ২৬ ২৩:৩৭:৫৪
‘বিএনপির কর্মসূচি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়ার’

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামী লীগ মানুষের মত প্রকাশে বিশ্বাস করে না, বিশ্বাস করে শুধু কর্তৃত্ববাদ। বিএনপির কর্মসূচি খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়ার বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি আরো বলেন বিদেশে আমাদের বন্ধু আছে, কোন প্রভু নেই। আওয়ামী লীগের প্রভু আছে তাই তারা বারবার বিদেশে দৌড়ায়। কিন্তু বিএনপি মনে করে সাধারণ মানুষই সকল ক্ষমতার উৎস। আওয়ামী লীগ এক সময় পালিয়ে যাবে আর জনগণই জয়যুক্ত হবে কারণ জনগণ সত্যের পথে আছে এবং থাকবে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের সাধারণ পাঠাগার মাঠে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উচ্চ আদালতের নির্দেশে অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী ও মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার-পুলিশি হয়রানী, দ্রব্য মুল্যের লাগামহীন উর্ধ্বগতি ও বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নে দাবীতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বঙ্গবন্ধুর একটি বক্তব্যের তুলনা করে বলেন, শেখ মুজিবর রহমান বলেছিলো “ আমি ভিক্ষা করে নিয়ে আনি আর ডাকাতের দল সব চেটেপুটে খেয়ে ফেলে”। সেই ৭২ সাল থেকেই এটাই তাদের অতীত। এ অতীতের উপরেই তারা এখনও চলছে।

জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপি সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

(এফআর/এসপি/মে ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test