E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আ’লীগ নেতারা হুমকি ধামকি দিয়ে বিরোধী মতকে দমিয়ে রাখতে চায়’

২০১৪ অক্টোবর ২৭ ১৪:৪৮:৪৫
‘আ’লীগ নেতারা হুমকি ধামকি দিয়ে বিরোধী মতকে দমিয়ে রাখতে চায়’

স্টাফ রিপোর্টার : বিএনপিকে দল গোছানোর চলমান প্রক্রিয়াকে সরকার বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল গোছানোর প্রক্রিয়া চলছে বলে দাবি করেছেন তিনি।

জাতীয়তাবাদী যুব দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমরা যাতে আন্দোলন করতে না পারি সেজন্য যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল ফাটানো হচ্ছে।

ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, আগে তাদের চেহারা দেখতে বলুন, কারণ তারা নিজেদের চেহারা আয়নায় দেখতে পারে না।

আওয়ামী লীগ নেতারা হুমকি ধামকি দিয়ে বিরোধী মতকে দমিয়ে রাখতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের অব্যাহতি দেয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তা এড়িয়ে যান ফখরুল।

তিনি বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ওপর যে আঘাত এসেছে যুবদলের ওপরও সেই আঘাত এসেছে। সরকার যুবকদের গুম, খুন করছে। মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নিচ্ছে।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতারের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, আন্দোলন নসাৎ করতে ছুতো ধরে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের আটক করছে। তাকে (আলাল) গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মুখোশ প্রকাশ পেয়েছে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test